বুশকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ

শেয়ার বিজ ডেস্ক: ইরাকে সামরিক অভিযানের প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, যা নস্যাৎ করে দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। খবর: সিএনএন।

বুশকে হত্যার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেয়া ইরাকের নাগরিক শিহাব আহমেদ। রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে থাকতেন তিনি। মেক্সিকো পেরিয়ে আরও চার যুবককে যুক্তরাষ্ট্রে আনার পরিকল্পনা ছিল তার। চারজনের মধ্যে দুজন ইরাকের গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী। কলম্বাসের আদালতে দায়ের হওয়া এফিডেভিটে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এফবিআই।

এফবিআই জানায়, শিহাব আহমেদ স্বীকার করেছেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশকে তিনি ও আরও পাঁচজন হত্যার পরিকল্পনা করেছিলেন। তাদের মতে, ইরাকে যুক্তরাষ্ট্রের সেনার অভিযানের ফলে সে দেশের বহু নিরীহ নাগরিককে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। সেনা অভিযানে দেশটিতে অস্থিরতা দেখা দেয়। এজন্য এককভাবে দায়ী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিশোধ নিতে তারা বুশকে হত্যার ছক কষেছিলেন। আদালতে শিহাব জানান, তিনি ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির ভাইয়ের ছেলে। ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে বাগদাদির মৃত্যু হয়। আর সেই মৃত্যুর প্রতিশোধ নিতেও জর্জ বুশকে হত্যার পরিকল্পনা করেছিলেন শিহাব।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত মঙ্গলবার জানায়, জর্জ ডবিøউ বুশকে হত্যার ষড়যন্ত্র যিনি করেছিলেন, তিনি ইরাকি। তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। ৫২ বছর বয়সী শিহাব এফবিআইয়ের তথ্যদাতাকে বলেন, তারা জর্জ ডব্লিউ বুশকে হত্যা করতে চান।

২০০৩ সালে জর্জ ডবিøউ বুশ ইরাকে হামলার নির্দেশ দিয়েছিলেন। ষড়যন্ত্রকারীদের ভাবনা হলো, বহু ইরাকিকে হত্যার জন্য জর্জ ডবিøউ বুশ দায়ী। পুরো ইরাককে ভেঙে ফেলার জন্য তিনি দায়ী।

শিহাবকে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ আনা হয়েছে। শিহাবের বিরুদ্ধে অভিবাসন অপরাধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তাকে (প্রেসিডেন্ট) হত্যাচেষ্টায় প্ররোচনা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।