Print Date & Time : 7 September 2025 Sunday 1:59 pm

বুস্টার ডোজ নেয়ার প্রয়োজনীয়তা নিয়ে গবেষণা চলছে : বিএসএমএমইউ ভিসি

নিজস্ব প্রতিবেদক:কভিড টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর বুস্টার ডোজ নিতে হবে কিনা, সে বিষয়ে গবেষণা চলছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, শুরুর দিকে যারা ভারতের অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা নিয়েছেন, ছয় মাস পর তাদের শরীরে অ্যান্টিবডি উপস্থিতির হার আগের তুলনায় মাত্র ৫ শতাংশ কমেছে।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিএসএমএমইউ’র তৃতীয় গবেষণা দিবস-২০২১ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউ’র গবেষকদের কভিড-১৯-এর জেনোম সিকোয়েন্সিং গবেষণায় দেখা গেছে, মোট সংক্রমণের প্রায় ৯৮ শতাংশ হচ্ছে ইন্ডিয়ান বা ডেল্টা ভ্যারিয়েন্ট। কভিড-১৯-এর টিকাগ্রহীতাদের ওপর গবেষণার ফল প্রকাশ করেছি। সেখানে টিকাগ্রহীতাদের ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।

তিনি বলেন, গবেষণা কার্যক্রম জোরদার করতে আলাদাভাবে রিসার্চ সেন্টারসহ একাডেমিক ভবন গড়ে তোলা হবে। উন্নত চিকিৎসাসেবা প্রদান, শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক নেটওয়ার্ক সংযুক্তির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। সবাই মিলে যার যে দায়িত্ব, তা সঠিকভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সফল করতেই হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বিএমএ সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন।