Print Date & Time : 6 August 2025 Wednesday 2:40 am

বৃষ্টিতে পণ্ড প্রথম দিনের খেলা

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে ৫৩ বছর পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন বরিশালের ক্রীড়াপ্রেমীরা। কিন্তু গতকাল তাদের আশা পণ্ড করে দিয়েছে বেরসিক বৃষ্টি।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গতকাল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের চার দিনের ম্যাচের প্রথম দিনের খেলা সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আর মাঠে জলাবদ্ধতায় কারণে বল মাঠে গড়াতেই পারেনি।

গত পরশু থেকে বিরতি দিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জলাবদ্ধতা সৃষ্টি। গতকাল সকাল থেকে ফের বৃষ্টি হানা দিয়ে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। যে কারণে ম্যাচ অফিশিয়ালরা দুপুরে প্রথম দিনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন।

প্রায় ৩০ একর জায়গাজুড়ে ১৯৬৬ সালে শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নামে বরিশাল স্টেডিয়ামটি প্রতিষ্ঠা করা হয়। সে হিসেবে এ মাঠে ৫৩ বছর পর এবারই প্রথমবার কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

অনুষ্ঠিত হওয়ায় অপেক্ষায়। কিন্তু গতকাল বৃষ্টির কারণে তা আর ফুরায়নি। আজও সেখানে বল গড়াবে কি নাÑসন্দেহ। কেননা স্থানীয় আবহাওয়া অফিস থেকে পাওয়া যায়নি তেমন কোনো সুখবর।