Print Date & Time : 30 August 2025 Saturday 7:06 pm

বৃহস্পতিবার দর পতনের শীর্ষে ইউনাইটেড ফাইনান্সের

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ টি প্রতিষ্ঠানের মধ্যে ২০০ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইউনাইটেড ফাইনান্স এর।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৮.৪০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলা মিয়া কটন এর দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৫.৭৮ শতাংশ।

আর ২০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এস্কয়ার নিট ৫.২৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স ৪.৬৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩.৬৫ শতাংশ, বিচ হ্যাচারি ৩.৪০ শতাংশ, এসইএমএল গ্রোথ ফান্ড ৩.৩৯ শতাংশ, প্রগতি ইন্সুরেন্স ৩.১৯ শতাংশ এবং নূরানী ডাইং ৩.০৩ শতাংশ কমেছে।