Print Date & Time : 1 August 2025 Friday 12:23 am

বৃহস্পতিবার বসছে মন্ত্রিসভার বৈঠক

শেয়ার বিজ ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে একমাস পর সীমিত পরিসরে বসছে মন্ত্রিসভার বৈঠক। আগামী ৭ মে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে ‘সীমিত পরিসরে’ এ বৈঠক হবে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (মন্ত্রিসভা অধিশাখা) মো. রাহাত আনোয়ার।

তিনি বলেন, ‘যেসব মন্ত্রণালয়ের এজেন্ডা থাকবে, শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন। এছড়া সংশ্লিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তাও যোগ দেবেন।’

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক বলেন, “বৃহস্পতিবারের বৈঠকে সর্বোচ্চ চারজন মন্ত্রী উপস্থিত থাকতে পারেন।”

মহামারীর বিস্তার রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ‘সাধারণ ছুটি’ ঘোষণার পর ৬ এপ্রিল মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক হয়েছিল।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা দূরত্ব বজায় রেখে বসে মুখে মাস্ক পরে ওই বৈঠকে অংশ নেন।

বৃহস্পতিবারের বৈঠকেও সামাজিক দূরত্ব বজায় রেখে সবার আসনবিন্যাস করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।