বেইস ক্যাপিটালের অনিয়ম তদন্তে কমিটি গঠন  

 

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বেইস ক্যাপিটাল লিমিটেডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি তদন্ত দলটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এ স্টেকহোল্ডারের চট্টগ্রামে প্রধান কার্যালয় পরিদর্শনও করেছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় দুই সদস্যের কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক মোহাম্মাদ গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

কমিটির তদন্ত শেষে প্রতিষ্ঠানটির হিসাব বিভাগের কাগজপত্র চেয়ে ১৮ মে একটি নির্দেশনাপত্র দিয়েছেন মো. সাইফুর রহমান। এতে বলা হয়েছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর বিধি ১৫ ও ১৬ অনুযায়ী এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ডিপোজিটরি প্রবিধানমালা ২০০৩-এর ৩৬ ধারার অধীন কমিটি গঠন ও যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডারগুলোয় প্রায়ই তদন্ত করে বিএসইসি। নিয়মিত এ পরিদর্শনের অংশ হিসেবে বেইজ ক্যাপিটাল লিমিটেডের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।

এ প্রসঙ্গে বেইজ ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক এসএম জামালুদ্দিন শেয়ার বিজকে বলেন, বিএসইসি আমাদের নিয়ে তদন্ত করেছে। আরও কিছু তথ্য চেয়েছে। তবে আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এটা সম্ভবত বিএসইসির নিয়মিত কাজের অংশ। তদন্তের স্বার্থে সংস্থাটিকে সব সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৪০ নং এ স্টেকহোল্ডার স্টক ব্রোকার ও স্টক ডিলার হিসেবে কাজ করছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়।