বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এখন থেকে বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাঙ্গণে বেক্সিমকো, বিকাশ ও আপন ওয়েলবিংয়ের উদ্যোগে চালু হওয়া ন্যায্য মূল্যের দোকান ‘আপন বাজার’ থেকে বিকাশ পেমেন্টে এ সুবিধা পাবেন বিভিন্ন কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারী। গত রোববার গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আপন বাজার উদ্বোধনে উপস্থিত ছিলেনÑবেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার কেএম আকরাম হোসাইন, মানবসম্পদ বিভাগের প্রধান খালিদ শাহরিয়ার, বিকাশের হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম এবং আপনটেকের এমডি সাইফ রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 6 August 2025 Wednesday 9:24 pm
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিকাশ পেমেন্টে ‘আপন বাজার’
করপোরেট কর্নার ♦ প্রকাশ: