Print Date & Time : 10 September 2025 Wednesday 6:17 am

বেগম মুজিব ছিলেন নীরব রাজনৈতিক ব্যক্তিত্ব: ওবায়দুল কাদের

শেয়ার বিজ ডেস্ক: বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব নীরব রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল শনিবার জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন পালন উপলক্ষে ‘প্রেরণাদায়িনী মা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খবর: বাসস।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গমাতা ছিলেন নীরব রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বঙ্গবন্ধুকে সার্বক্ষণিক সাহস, অনুপ্রেরণা ও শক্তি জুগিয়েছিলেন। তিনি ছিলেন বিজয়ী লক্ষ্মী নারী।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার কোনোটিতেই নেতার স্ত্রীকে হত্যা করা হয়নি। এমনকি কারবালার প্রান্তরেও নারী হত্যা হয়নি। মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস ও বর্বর হত্যার ঘটনা ঘটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বেগম মুজিব তো সক্রিয় রাজনীতি করেননি, তাহলে কেন তিনি হত্যার শিকার হলেন? বেগম মুজিবের কাছ থেকে শিক্ষা নেয়ার অনেক কিছুই আছে।’

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা), শিক্ষাবিদ ও পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. নাসরিন আহমাদ এবং চিত্রশিল্পী হাশেম খান।

অধ্যাপক ড. নাসরিন আহমাদ বলেন, ‘বঙ্গমাতাকে আমি কাছ থেকে দেখেছি। রাজনৈতিক অস্থিরতার সময় তিনি ঠিকই বিচলিত হতেন, কিন্তু বাইরে সেটা প্রকাশ করতেন না। বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন তখন একদিকে যেমন তিনি বাড়ি সামলানোর কাজ করেছেন, অন্যদিকে বঙ্গবন্ধুর মামলার আইনজীবীকে সামলানো এবং নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটিও করতেন। তিনি সবসময়ই ঠাণ্ডা মাথায় কাজগুলো করতেন।’

সভাপতির বক্তব্যে ড. আবদুল খালেক বলেন, ‘বঙ্গবন্ধুর জš§ না হলে যেমন বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জš§ হতো না, তেমনই বেগম মুজিবের জš§ না হলে শেখ মুজিব ‘মুজিব’ হয়ে উঠতেন না। বেগম মুজিব বঙ্গবন্ধুর জীবনের বড় বড় সিদ্ধান্তগুলোয় প্রভাব রেখেছিলেন এবং বঙ্গবন্ধু বেগম মুজিবের কাছ থেকে পরামর্শ নিতেন।’