Print Date & Time : 4 September 2025 Thursday 2:36 am

বেগম রোকেয়া পদক পাবেন ৫ নারী

নিজস্ব প্রতিবেদক: নারী জাগরণ ও পল্লী উন্নয়নে অবদানের জন্য ‘বেগম রোকেয়া পদক-২০২২’ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে পদকের জন্য মনোনয়ন আহ্বান করেছে মন্ত্রণালয়। গতকাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য জানান।

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি পাঁচ নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২২’ দেয়া হবে।

উল্লিখিত যেকোনো ক্ষেত্রে অবদান রেখেছেন, এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতীত অন্য কোনো ছকের আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের পদকপ্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাই ২০২২-এর মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফট কপি ই-মেইলে  (http://www.mowca.gov.bd/I http://www.dwa.gov.bd) ও ডাকযোগে হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে বলা হয়েছে।