শোবিজ ডেস্ক: বেগুনি রঙের গাউন পুরোটাজুড়েই ফুলের ছাপ। লম্বা হাতার কুঁচি কুঁচি পোশাকটির গলাবন্ধ। পেছন দিকটা দীর্ঘ। এমন গাউন পরে প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন। উঁচু হিল আর টকটকে লাল লিপস্টিকে তাকে আরও বেশি ঝলমলে দেখাচ্ছিল। চুলগুলো ফোলা-ফাঁপা করে সাজানো। পোশাকের সঙ্গে মিল রেখে চোখের মেকআপও করেছেন। লরিয়াল প্যারিস দ্য প্যারেড শোতে এমন জমকালো সাজে দেখা দিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। র্যাম্পে হাঁটতে হাঁটতে দর্শকের উদ্দেশে চুম্বনও ছুঁড়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে চোখ ধাঁধানো সৌন্দর্য! ফরাসি সৌন্দর্য প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লরিয়াল প্যারিসের দূত তিনি। গাউনটির ডিজাইন করেছেন ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার জিয়ামবাত্তিস্তা ভাল্লি। এবারই প্রথম প্যারিস ফ্যাশন উইকে ক্যাটওয়াক করলেন ৪৫ বছর বয়সী এ তারকা। গত শনিবার এটি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ইনস্টিটিউট মোনাই ডি প্যারিস ভবন চত্বরে। এতে নারীর ক্ষমতায়নের বার্তা দেওয়া হয়। এদিকে মাতৃত্ব উদ্যাপনের অংশ হিসেবে গ্র্যান্ড ফিনালেতে ছেলে সান্তিয়াগোকে নিয়ে ক্যাটওয়াক করেন আমেরিকান তারকা ইভা লঙ্গোরিয়া। এ আয়োজনে প্রথমবার অংশ নিলেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড ও পপতারকা কামিলা কাবেলো। অন্য তারকাদের মধ্যে ছিলেন হেলেন মিরেন, নাওমি ক্যাম্পবেল, ওলগা কারিলেনকো, ডাওজেন ক্রোস, অ্যান্ডি ম্যাকডাউয়েল। প্রসঙ্গত, শিগগিরই মনিরতœমের পরিচালনায় ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিনেমা ‘পনিয়িন সেলভান’-এর শুটিং শুরু করবেন ঐশ্বরিয়া। দশম ও একাদশ শতকে তামিল চোলা বংশের রাজা আরুলমোলি বর্মণের গল্প বলা হবে এতে।

Print Date & Time : 23 July 2025 Wednesday 8:23 pm
বেগুনি গাউনে নজর কাড়লেন ঐশ্বরিয়া
বিনোদন ♦ প্রকাশ: