বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সাত মসজিদ রোড শাখার উদ্বোধন

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ১৮তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারী) এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, সিআইপি। এসময় ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম আওলাদ হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি