প্রতিনিধি, টাঙ্গাইল: শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এতে গতকাল শুক্রবার সকাল থেকেই মহাসড়কের মির্জাপুরের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গাসহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের তীব্র চাপের সৃষ্টি হয়েছে। এসব পয়েন্টে ক্ষণে ক্ষণে সৃষ্টি হচ্ছে যানজট।
এদিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, কয়েক দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের ফেরিঘাট বন্ধ রয়েছে। এ জন্য ওই রুটের অনেক যানবাহন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে যাতায়াত করছে এবং মহাসড়কে যানবাহনের বাড়তি চাপের সৃষ্টি হয়েছে।
পাশাপাশি মহাসড়কের মির্জাপুর থেকে গোড়াই অংশের বেশ কিছু স্থানে চার লেনের সংস্কার কাজ চলছে। তাছাড়া বৃষ্টির জন্য কিছু খানাখন্দেরও সৃষ্টি হয়েছে। এসব কারণে শুক্রবার সকাল থেকে যানবাহনের কিছুটা চাপের সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।