Print Date & Time : 7 July 2025 Monday 9:04 pm

বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে আগামী সপ্তাহের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। ২৮ বা ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি।

৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর দুই দিনের জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার কথা রয়েছে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদলে আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক এআইজি মাসুদ আলম।