Print Date & Time : 1 September 2025 Monday 4:21 am

বেনাপোলে স্বর্ণের বারসহ দুই ভাই আটক

প্রতিনিধি, বেনাপোল : বেনাপোলে এক কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই ভাইকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) সকাল ৯টার দিকে কাস্টম হাউসের সামনে কাস্টমস-বিজিবি যৌথ চেকপোস্ট এলাকা থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) ও হিরোন মিয়া (২৫)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বিজিবির কাছে গোপন খবর আসে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে দুই পাচারকারী বেনাপোলের প্রধান সড়কের কাস্টম হাউসের সামনে দিয়ে যাচ্ছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই পাচারকারীদের আটক করে ক্যাম্পে নিয়ে তাদের তল্লাশি করলে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ২০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানায় বিজিবি। আটক স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।