Print Date & Time : 30 August 2025 Saturday 12:08 pm

বেনাপোলে ১৫টি স্বর্ণের বারসহ আটক ১

প্রতিনিধি, বেনাপোল : ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় বাইসাইকেলের সিটের মধ্য থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক ইয়ানুর বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

গতকাল সন্ধ্যা রাত সাড়ে ছয়টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে এক বাইসাইকেল আরোহীকে আটক করে। পরে ওই বাইসাইকেলে তল্লাশি করে সিটের মধ্যে লুকানো ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক ইয়ানুর রহমান তার স্বীকারোক্তিতে জানায়, জব্দকৃত স্বর্ণ বেনাপোলের বড় আচড়া গ্রামের আশোক কুমারের। সে বর্তমানে সরাসরি মানুষ পাচারের ঘটনায়ও জড়িত। তাকে আটক করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।

জব্দকৃত স্বর্ণের দাম ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। আটক ইয়ানুরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।