নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আমদানিকারকের ঘোষণা ছিলো ডেনিম ফেব্রিক্স। কিন্তু সেই ডেনিম ফেব্রিক্সের মধ্যে পাওয়া গেলো মদ, বিস্ফোরক, ফেনসিডিল, সিগারেট, জর্দা, ডায়াপার, শাড়ি ইত্যাদি। মূলত শুল্ককর ফাঁকি দিতেই ফেব্রিক্সের মধ্যে লুকিয়ে এসব ভারত থেকে আমদানি করা হচ্ছে। তাও আবার পোশাক খাতের দেশের নামকরা দুইটি প্রতিষ্ঠান এসব আমদানি করেছে। বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তারা এসব ঘোষণা বর্হিভূত পণ্য আটক করেছেন। বুধবার সকালে ফেব্রিক্সসহ শুল্ককর ফাঁকি দেয়া এসব পণ্য আটক করা হয়। প্রতিষ্ঠান দুইটি হলো-পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড ও ফ্যাশন ফোরাম লিমিটেড। বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া শেয়ার বিজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
## প্রতিষ্ঠান দুইটি হলো-পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড ও ফ্যাশন ফোরাম লিমিটেড।
তিনি জানিয়েছেন, কমিশনারের নিকট ঘোষণা বর্হিভূত পণ্য আমদানির গোপন সংবাদ থাকায় কর্মকর্তারা সর্তক অবস্থান নেন। বুধবার সকাল পৌনে দশটার দিকে স্থলবন্দরের ৮ নং গেইট সংলগ্ন স্থানে ভারত হতে ডেনিম ফেব্রিক্স বোঝাই একটি ট্রাক (ডব্লিউবি২৩সি-১৬১৫) বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। গোপন সংবাদ থাকায় হাউসের আইআরএম টিমের কর্মকর্তারা ট্রাকটি আটক করে হাউসে নিয়ে আসে।
পরে আইআরএম টিমের তত্ত্বাবধানে ট্রাকটি তল্লাশি করা হয়। এসময় ট্রাকে ঘোষণা দেয়া ২৫৮ রোল ডেনিম ফেব্রিক্সের মধ্যে ঘোষণা বর্হিভূত বেশ কিছু পণ্য পাওয়া যায়। যার মধ্যে রয়েছে-৯৯৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল ভারতীয় মদ, ৯৭ হাজার ৬০০ শলাকা সিগারেট, ২৯ দশমিক ৬ কেজি লালবাবা টোব্যাকো জর্দা, ৫ কেজি বেবি ডায়াপার, ৬০ কেজি ভারতীয় পটকা, ৪৮ পিস ভারতীয় শাড়ি, ২৫ পিস থ্রি পিস, ৭০ কেজি কারেন্ট জাল, ৬ লিটার বেবি বাবেল বাথ, পৌনে দুই কেজি বেবি পাউপার, এক কেজি শাবান, সাড়ে ৪ লিটার ভারতীয় হোমিওপ্যাথিক ড্রপ ও ৪ লিটার জার্মানির হোমিওপ্যাথিক ড্রপ। পরে ট্রাকসহ ওই পণ্য আটক করা হয়েছে। আমদানিকারক ও সিএন্ডএফ এর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান আব্দুর রশিদ মিয়া।
###