প্রতিনিধি,বেনাপোল : বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৩০ হাজার আমেরিকান (ইউএস) ডলারসহ জেরিন সুলতানা (৩৫) নামে এক নারী পাসপোর্টযাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করেন। আটক জেরিন সুলতানা সাভারের আশুলিয়া এলাকার দেনডাবর গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত ফেরত এক নারী যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের একটি টহল দল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেয়। পরে ওই নারী যাত্রী কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে সন্ধ্যার দিকে টার্মিনালের সামনে এলে তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় ফিটেড অবস্থায় ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Print Date & Time : 29 August 2025 Friday 9:46 pm
বেনাপোল চেকপোস্টে ভারতফেরত নারীর কাছে পাওয়া গেল ৩০ হাজার মার্কিন ডলার
সারা বাংলা ♦ প্রকাশ: