বেনাপোল দিয়ে তিন দিনে ভারত গেলেন ১১ হাজার যাত্রী

প্রতিনিধি, বেনাপোল (যশোর): ঈদের তিন দিনের ছুটিতে (শনি-সোম) বেনাপোল দিয়ে ভারতে গেছেন প্রায় ১১ হাজার পাসপোর্টধারী যাত্রী। তবে এ তিন দিনের বাইরে গত ৮ জুলাই (শুক্রবার) রেকর্ড সাড়ে চার হাজার যাত্রী ভারত গেছেন বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ। চিকিৎসাসহ ঈদের ছুটি কাটাতে সবচেয়ে বেশি মানুষ দেশ ছেড়েছেন বলে জানান তিনি। এদিকে অতিরিক্ত যাত্রীর চাপে ইমিগ্রেশনে সময় বেশি লাগায় দুর্ভোগ ও ভোগান্তি বেড়েছে সাধারণ যাত্রীদের।

বেনাপোল ইমিগ্রেশন কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের দুই দিন আগে থেকে অর্থাৎ শুক্রবার রেকর্ডসংখ্যক মানুষ বেনাপোল দিয়ে ভারতে গেছেন। এক দিনে সাড়ে চার হাজার মানুষ বেনাপোল দিয়ে আগে কখনো ভারতে যাননি। ঈদের এক দিন আগে গত শনিবার তিন হাজার ৮৮৬ এবং ঈদের দিন গত রোববার দুই হাজার ৭৭৭ জন এই বন্দর দিয়ে ভারতে গেছেন। এছাড়া সোমবার তিন হাজার ৯৪৭ জন ভারতে গেছেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারতে গমনে রেকর্ডসংখ্যক যাত্রীর চাপ বেড়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। ঈদের ছুটি কাটাতে বেশিরভাগ মানুষ পর্যটন ভিসায় বেড়াতে এবং কেনাকাটা করতে যাচ্ছেন। করোনা পরিস্থিতির পরে স্বাভাবিক সময়ে প্রতিদিন সর্বোচ্চ তিন হাজার মানুষ ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। কিন্তু এবার ঈদের আগে ও পরে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষ যাতায়াত করছেন। এর মধ্যে ৮ জুলাই ভারত গমনে রেকর্ড হয়েছে। এক দিনেই প্রায় সাত হাজার মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন। এর মধ্যে সাড়ে চার হাজার মানুষ ভারতে ঈদ করতে গেছেন।

তিনি আরও বলেন, বাড়তি চাপ সামাল দেয়ার তেমন কোনো প্রস্তুতি আমাদের ছিল না। তবে কাগজপত্র ইমিগ্রেশন করার জন্য ১৪টি বুথ চালু রয়েছে। কর্মীদের যারা ছুটিতে ছিলেন, ছুটি শেষ হওয়ার আগেই তারা কাজে যোগ দিয়েছেন। আগামী কয়েক দিন এমন চাপ থাকবে বলে ধারণা করছেন ওসি আবুল কালাম।