Print Date & Time : 29 July 2025 Tuesday 4:47 pm

বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ

প্রতিনিধি, বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের ২৩ নাম্বার শেডের মধ্যে একটি শক্তিশালী হাতবোমা বিস্ফোরিত হয়েছে। গতকাল বুধবার বিকালে বোমাটি মোটর পার্টসের একটি চালানের মধ্যে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস ও লেবাররা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।

বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩ নং শেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টুনের ফাঁকে হঠাৎ করে সুতলি দিয়ে প্যাঁচানো একটি হাতবোমা বিস্ফোরিত হয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে আলামত সংগ্রহ করে নিয়ে যান।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।