Print Date & Time : 19 August 2025 Tuesday 7:08 am

বেনাপোল স্থলবন্দরে রমন স্পেকট্রোমিটার উদ্বোধন

শেয়ার বিজ প্রতিনিধি, বেনাপোল: বেনাপোল কাস্টমস অডিটরিয়ামে যুক্তরাষ্ট্রের তৈরি রমন স্পেকট্রোমিটার উদ্বোধন করা হয়েছে। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী গতকাল রোববার রমন স্পেকট্রোমিটার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বন্দরের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, কাস্টমসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম ও শাকিলা পারভিন, কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোশিয়েশনের সাবেক সভাপতি শামসুর রহমান, সহসভাপতি খাইরুজ্জামান মধু, আমদানি-রফতানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, কাস্টমসবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন।
বক্তারা বলেন, রমন স্পেকট্রোমিটারে ভারত থেকে আমদানি করা বিভিন্ন কেমিক্যাল পরীক্ষা করা হবে। আগে ভারত থেকে আমদানি করা কেমিক্যাল জাতীয় পণ্যের পরীক্ষা করা হতো ঢাকায়। ঢাকা থেকে পরীক্ষার রিপোর্ট পেতে ১৫-২০ দিন লাগতো। এখন মাত্র ৩০ সেকেন্ডে ১৩ হাজার তরল ও কঠিন কেমিক্যালের নিখুঁত পরীক্ষা সম্পন্ন হবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউজে। এ মেশিনের এক্সরে রেঞ্জের মধ্যে দেওয়া হলে পণ্যের জেনেটিক নাম ও গঠন বলে দেয়। মাদক উদ্ঘাটনে এটি খুবই কার্যকর।
বিশ্ব কাস্টমস সংস্থা বিনা মূল্যে তিনটি রমন স্পেকট্রোমিটার যন্ত্র দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ড মেশিন তিনটি বেনাপোল, চট্টগ্রাম ও ঢাকা কাস্টম হাউজের জন্য বরাদ্দ করে।
দেশের বিভিন্ন বন্দর ও শুল্কস্টেশন দিয়ে মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল আমদানির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এ ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে নতুন এ যন্ত্র সংযোজন করা হলো। এ ধরনের যন্ত্র সংযুক্ত হওয়ায় বাংলাদেশ কাস্টমস আধুনিকতার নতুন যুগে প্রবেশ করেছে।