দক্ষিণ কোরীয় কোম্পানি মেসার্স এইচকেডি বাংলাদেশ লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে তাঁবু, তাঁবু সরঞ্জামাদি, ক্যাম্পেইন ফার্নিচার এবং ক্যাম্পেইন সামগ্রী প্রস্তুত শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ৩৫ দশমিক শূন্য তিন মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যেখানে ৬ হাজার ৬৫০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে। বেপজার সদস্য আলী রেজা মজিদ এবং এইচকেডি বাংলাদেশের সিওও চুল হি কিম গতকাল বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। উপস্থিত ছিলেন বেপজার সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানু, নির্বাহী পরিচালক নাজমা বিনতে আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 31 August 2025 Sunday 3:04 pm
বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়ার এইচকেডি গ্রুপের বিনিয়োগ
শিল্প-বাণিজ্য ♦ প্রকাশ: