Print Date & Time : 10 September 2025 Wednesday 5:12 pm

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ডাচ কোম্পানির বিনিয়োগ

নেদারল্যান্ডসের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স চেকপয়েন্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড ইউনিট-২ বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি গার্মেন্টস অ্যাকসেরিজ সামগ্রী উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ১০ দশমিক ৫২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ উপলক্ষে গতকাল রাজধানীর বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স চেকপয়েন্ট সিস্টেমসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য আলী রেজা মজিদ এবং চেকপয়েন্ট সিস্টেমসের দক্ষিণ এশীয় মহাব্যবস্থাপক কুমুদু আথুরুলিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। বিজ্ঞপ্তি