Print Date & Time : 12 September 2025 Friday 3:58 am

বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১১

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মীম (৫), রাহিম (৭), সোলেমান (৫), ইয়াসিন (৫), মানিক (৯), তরিকুল (৩০), সোহেল (৪৫), ইসমাইল (৩৩) কহিনুর (৪০), সালমা (৩৪)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে। তাদেরকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত তরিকুল ইসলামের স্বজন এনামুল বলেন, আমি ঘটনাস্থলের কাছেই দোকানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি শিশুসহ অনেকে আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

আহত শিশু মীমের বাবা জানান, আমার মেয়ে ঘটনাস্থলের পাশে বাড়ি উঠানে খেলা করছিল। সিলিন্ডার বিস্ফোরণে তার মাথা ফেটে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় কেটে গুরুত্বর আহত হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুসহ ১১ জন আহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দু’টি টিনের চালা উড়ে গেছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১১জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।