বেশি দামে ডাব বিক্রি জরিমানা গুনলেন চার ব্যবসায়ী

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে অতিরিক্ত দামে ডাব বিক্রি করায় চার ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার নগরীর সাহেব বাজার এলাকায় খুচরা দোকানগুলোয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, ডেঙ্গুর অজুহাতে রাজশাহীতে প্রতিটি ডাব সর্বনি¤œ ১০০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। অসাধু এই ব্যবসায়ীদের ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে আজ সাহেব বাজার এলাকায় খুচরা দোকানগুলোয় অভিযান চালানো হয়।

এ অভিযানে ডাবের দাম বেশি রাখায় এবং মূল্যতালিকা না থাকায় চারটি দোকানে তিন হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য খুচরা ব্যবসায়ীদের সতর্কতামূলক দিকনির্দেশনা দেয়া হয়।

ডাবের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।