নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: কর্ণফুলীর দক্ষিণপাড়ে বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের উদ্যোগে গড়ে তোলা জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে স্ক্র্যাপ নিয়ে আসে এমভি দিনা ওশান। ১৫৪ মিটার লম্বা সাড়ে আট মিটার ড্রাফটের জাহাজটি ইস্পাতের একটি কোম্পানির ১৫ হাজার ২২ টন স্ক্র্যাপ আছে। গতকাল দুপুর সোয়া ১২টায় এমভি দিনা ওশান নামের জাহাজটি ভিড়ানো হয় কর্ণফুলী ড্রাইডকের ওই জেটিতে। এতে আমদানিকারক প্রতিষ্ঠানের সময় ও অর্থ সাশ্রয় হবে।
এ বিষয়ে বেসরকারি খাতের একাধিক উদ্যোক্তারা বলেন, প্রাইভেট জেটি হওয়ায় বন্দরের মূল জেটির পাশাপাশি পণ্য খালাসে নতুন সুযোগ সৃষ্টি হলো। এতে বহির্নোঙরে জাহাজের অপেক্ষমাণ সময় কমবে। ফলে জাহাজের দিনপ্রতি ডেমারেজ চার্জ সাশ্রয় হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য কারখানায় কাঁচামাল জোগান দেয়া সহজ হবে। এতে ডুয়িং কস্ট বিজনেস কমবে। দেশের মানুষ উপকৃত হবে।