বেসিকের সাবেক দুই পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

শেয়ার বিজ: জালিয়াতির ঘটনায় বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ফখরুল ইসলাম ও সাখাওয়াত হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

মঙ্গলবার কাল সাড়ে ১০টার দিকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এড়িয়ে যান পর্ষদের সাবেক এ দুই সদস্য। ব্যাংকটির ঋণ জালিয়াতি নিয়ে ব্যাপক মহলে সমালোচনা ও সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণের পর কয়েকদিন ধরে ব্যাংকটির পরিচালনা পর্ষদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ব্যাংকটির  সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে আগামী ৪ ডিসেম্বর দুদকে তলব করা হয়েছে ।

উল্লেখ্য, ঋণের নামে জালিয়াতি করে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকটির চার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ২০১৫ সালে ১৫৬ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক।