Print Date & Time : 2 September 2025 Tuesday 7:26 pm

বৈদ্যুতিক গাড়ি কিনতে ভর্তুকি দেবে ইতালি

শেয়ার বিজ ডেস্ক: গাড়িশিল্পকে চাঙা ও বৈদ্যুতিক যানবাহন বা ইলেকট্রিক ভেহিকলের (ইভি) ব্যবহার বাড়াতে নাগরিকদের ভর্তুকি দেয়ার পরিকল্পনা করছে ইতালি সরকার। খবর: রয়টার্স।

বিশ্বের অনেক উন্নত দেশের মতো বৈদ্যুতিক যানবাহনে বিনিয়োগ করতে চাইছে ইতালি। পরিবেশ দূষণ ঠেকাতে এ ধরনের গাড়ির ব্যবহার বাড়াতে চায় দেশটি। পরিবেশ দূষণের জন্য দায়ী প্রচলিত জ্বালানিচালিত যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লে যা কমে আসবে বলে মনে করে দেশটির কর্তৃপক্ষ। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের মতো পরিবেশের মারাত্মক ক্ষতিকর প্রভাবের গতিও ধীর করা যাবে।

তাই ইতালিতেও বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। দেশটির সরকারও চাইছে এর জনপ্রিয়তা বাড়ুক। কিন্তু এ ধরনের গাড়ির দাম আকাশছোঁয়া। নেই পর্যাপ্ত চার্জিং স্টেশনও। তাই বৈদ্যুতিক যানবাহনকে সব শ্রেণির মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে অনেক দেশের সরকার ইভি পলিসি চালু করছে। পলিসির আওতায় ইভি কিনলে করছাড়, ভর্তুকিসহ মিলছে একাধিক সুযোগ-সুবিধা। পাশাপাশি চার্জিং স্টেশনের সংখ্যা বাড়াতেও উঠেপড়ে লেগেছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো।

এবার সেই পথে হেঁটে নতুন বৈদ্যুতিক যানবাহন কিনতে গ্রাহকদের ছয় হাজার ইউরো (ছয় হাজার ৫৭০ ডলার) ভর্তুকি দেয়ার পরিকল্পনা করছে ইতালি। এতে দেশের গাড়িশিল্পও চাঙা হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা ভর্তুকির ফলে ভবিষ্যতে দেশটিতে বৈদ্যুতিক গাড়ি বিক্রির গতি ত্বরান্বিত হবে বলে আশাবাদী তারা।

দেশটির রাজধানী রোম ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে ৮৭০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে। চলতি বছর বরাদ্দ অর্থের পরিমাণ ৭০ কোটি ইউরো। নতুন বৈদ্যুতিক যানবাহন কেনার শর্তে বলা

হয়েছে, ৩৫ হাজার ইউরো দিয়ে গাড়ি কিনলে পাওয়া যাবে ছয় হাজার ইউরো ভর্তুকি। উপরন্তু পুরোনো গাড়িটির জন্য পাওয়া যাবে আরও দুই হাজার ইউরো।

তাছাড়া ৪৫ হাজার ইউরো দিয়ে হাইব্রিড ইলেকট্রিক কার কিনলে গ্রাহক পাবেন দুই হাজার ৫০০ ইউরো ভর্তুকি। এছাড়া পেট্রল বা ডিজেল ইঞ্জিনের গাড়ির স্ক্র্যাপ (গাড়িভাঙা দ্রব্য) করলে সরকার ইউরো-৬ বিধি অনুযায়ী দেবে এক হাজার ২৫০ ইউরোর আর্থিক সুবিধা।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) সব দেশসহ অনেক দেশ ইভি উৎপাদন ব্যবহারে গুরুত্ব দিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য জানায়, ২০৩২ সাল নাগাদ ডিজেলচালিত কোনো ধরনের গাড়ি চলাচলের অনুমতি দেয়া হবে না। দেশটির অনেক গাড়িনির্মাতা প্রতিষ্ঠানের মতো বেন্টলি সম্পূর্ণভাবে ইলেকট্রিক কার প্রস্তুত করার ঘোষণা দিয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারও ইলেকট্রিক গাড়ি নির্মাণে ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে। দেশটি বাসপ্রতি ৫৫ লাখ টাকা ভর্তুকি দিচ্ছে। শিগগির দেশটির কর্ণাটক অঙ্গরাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে চালু হবে এক হাজার ইলেকট্রিক বাস। দেশটির কেন্দ্রীয় সরকারের ‘গ্র্যান্ড চ্যালেঞ্জ’ প্রকল্পের অধীন এই পরিষেবা চালু হচ্ছে। গ্র্যান্ড চ্যালেঞ্জের অধীন ভারতের ৯টি শহরে (যেখানকার জনসংখ্যা ৪০ লাখের বেশি) এ ধরনের বাস চালু হওয়ার কথা থাকলেও প্রাথমিক পর্যায়ে পাঁচটি শহরে চালু হচ্ছে এই পরিষেবা। ফলে শহরে চলাচলের খরচ হ্রাস পাবে। রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে ই-বাস সংগ্রহে বাধা দূর হবে বলে মনে করে কর্তৃপক্ষ।

এর আগে বৈদ্যুতিক গাড়িবিপ্লব বিশ্বের উন্নত শহরগুলোর যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)। সংস্থাটির প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, এ ধরনের গাড়ি ৪০ শতাংশ পর্যন্ত ভ্রমণ খরচ কমাবে। এছাড়া কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের প্রান্তিক মাত্রা অনেক কমিয়ে নিয়ে আসবে বলেও জানানো হয়েছে রিপোর্টে। এ বিষয়টির বাস্তব রূপ দেখা যাচ্ছে ইতালিসহ অন্য দেশগুলোয়।