শেয়ার বিজ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ির ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত শুক্রবার দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা মালিক আমিন আসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান। খবর: এক্সপ্রেস ট্রিবিউন।
আমিন আসলাম বলেন, বিশ্ব এখন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। পাকিস্তানও তা অনুসরণ করবে। এতে তেলের ওপর নির্ভরতা কমে যাবে, প্রতিবছর ২০০ কোটি রুপি সাশ্রয় হবে এবং ৭০ শতাংশ পর্যন্ত দূষণ কমে যাবে। এজন্য সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে প্রদেশগুলোর প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত শুক্রবার জলবায়ু পরিবর্তনবিষয়ক কমিটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি নোটিস ইস্যু করা হয়। দিকনির্দেশনায় বলা হয়, সম্ভাব্য বন্যা ঠেকাতে প্রাদেশিক প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
আমিন আসলাম বলেন, পরিকল্পনা বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়কে বৈদ্যুতিক গাড়ি নীতিমালা তৈরির বিষয়টিও দুই সপ্তাহের মধ্যে ফেডারেল মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।
পরিবেশদূষণ এড়াতে বিশ্বের বিভিন্ন দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলোও এ গাড়ি উৎপাদনের দিকে ঝুঁকছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অর্থনীতিবিদ টনি সেবা সম্প্রতি এক গবেষণায় জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিলুপ্ত হয়ে যাবে। এর পরিবর্তে চালু করা হবে বিদ্যুৎচালিত গাড়ি। ‘২০২০-৩০ সালের মধ্যে পরিবহন নিয়ে পুনর্ভাবনা’ শীর্ষক এক গবেষণা করেন তিনি। ওই গবেষণার ফলাফলে উঠে এসেছে, ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিকভাবে জ্বালানি তেলের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আট বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে ডিজেলচালিত ইঞ্জিন। এতে নতুন পরিবহন ব্যবস্থা কেমন হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন টনি।

Print Date & Time : 17 September 2025 Wednesday 11:37 pm
বৈদ্যুতিক গাড়ি বাড়াচ্ছে পাকিস্তান
পত্রিকা ♦ প্রকাশ: