Print Date & Time : 29 July 2025 Tuesday 10:30 am

বৈদ্যুতিক তারে ঝুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের বৈদ্যুতিক তারে ঝুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্প্রতিবার (৯ ডিসেম্বর) সকাল বেলা ১১টার দিকে উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশুরা হলেন, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর দিঘিপাড়ার মাসুদ রানার ছেলে সজীব (১০) ও একই এলাকার মিঠুর মেয়ে লামিয়া (৯)। 

নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, সকাল থেকে নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটিতে তার ঝুলানোর কাজ করছিলো শ্রমিকরা। এ সময়  শিশু সজীব ও লামিয়া সেই বৈদ্যুতিক তার ধরে খেলতে থাকে। বিষয়টি নির্মাণাধীন শ্রমিকরা লক্ষ্য করে এবং শিশু দুটিকে সরে যেতে বলে। পরে আবারো শিশু দুটি তার ধরে ঝুলতে থাকে। কিন্তু কিছুটা দুরে শ্রমিকরা কাজ করায় পরবর্তীতে তারা আর খেয়াল করেননি। এ অবস্থায় মেশিনের মাধ্যমে সেই তার যখন বৈদ্যুতিক খুটিতে স্থাপন করা শুরু হয়; তখন হঠাৎ করেই ঝুলানো তার উপরের দিকে উঠে যায় এবং তারা শূন্যে ঝুলতে থাকে। অনেক বেশি উপরে উঠে গেলে দুজনেরই তার থেকে হাত ছুটে যায় এবং নিচে শক্ত জমিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব। পরে স্থানীয়রা আহত লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।