Print Date & Time : 8 July 2025 Tuesday 2:29 pm

বোনকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

প্রতিনিধি,জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে ১৬ মাস বয়সী ছোট বোনকে হত্যার দায়ে ভাই ইন্দ্ৰজিৎ ঘোষের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে মামলার আরেকটি ধারায় তাকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বিশ হাজার টাকা অর্থদণ্ডসহ উভয় সাজা একত্রে চলবে বলে জানিয়েছে আদালত সূত্র।

রোববার দুপুরে জামালপুর দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন। মামলার রায় ঘোষণার সময় দণ্ডিত ইন্দ্ৰজিৎ আদালতে উপস্থিত ছিলেন। তিনি সরিষাবাড়ির শিমলা গোপীনাথ এলাকার পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে।

মামলার রায় বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ জানুয়ারি গভীর রাতে মামাশ্বশুরের কুপরামর্শে ইন্দ্ৰজিৎ ঘোষ তার ছোট বোনকে হত্যা শেষে সরিষাবাড়ি বাস টার্মিনাল এলাকায় ময়লা ও কচুরিপানাযুক্ত পুকুরে লাশ গুম করেন। এ ঘটনায় পরদিন বাবা পরিতোষ চন্দ্র ঘোষ সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামির মধ্যে আনন্দ মহন্ত নামে একজনকে বেকসুর খালাস দেন আদালত। চাঞ্চল্যকর এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নিৰ্ম্মল কান্তি ভদ্র ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন জয়ন্ত কুমার দেব।