বোনাস লভ্যাংশের সম্মতির জন্য বিএসইসিতে ঢাকা ব্যাংকের আবেদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত বোনাস লভ্যাংশের অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা ব্যাংক গত ১৬ জুন বিএসইসিতে ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশের সম্মতির জন্য চিঠি পাঠিয়েছে।

বিএসইসি থেকে অনুমোদনের পরে ঘোষিত বোনাস লভ্যাংশ ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে।

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ঢাকা ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।