Print Date & Time : 10 July 2025 Thursday 9:22 pm

বোনাস লভ্যাংশে সম্মতি পেয়েছে মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের ঘোষিত ৩ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরে ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩ শতাংশ বোনাস। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ২২ মে নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকটি বোনাস লভ্যাংশ বাবদ ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৯২টি শেয়ার ইস্যু করবে। প্রতিটি ১০ টাকা মূল্যে মোট শেয়ারের দর ১৯ কোটি ১৯ লাখ ৯২০ টাকা।

বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৬৩৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা থেকে ৬৫৮ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা পরযন্ত পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে।

কোম্পানিটির ৬ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৪ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠান হবে।