Print Date & Time : 30 August 2025 Saturday 11:32 am

বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি পায়নি অগ্রণী ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে এখনো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি মোট ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ঘোষণার পর রেকর্ড ডেট ২০ মে নির্ধারণ করা হলেও, বোনাস লভ্যাংশ বিতরণের জন্য বিএসইসির অনুমোদন না থাকায় সেটি কার্যকর হবে না।

বিএসইসির অনুমোদন পেলে নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করবে কোম্পানিটি।

প্রসঙ্গত, আইন অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি বিএসইসির সম্মতি ছাড়া বোনাস শেয়ার ইস্যু করতে পারে না।