Print Date & Time : 30 August 2025 Saturday 9:25 am

ব্যবসায়ীরা শেখ হাসিনাকে চাইবেন এটাই স্বাভাবিক: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখার বিষয়ে ব্যবসায়ীরা যে প্রত্যয় ব্যক্ত করেছেন সেটিকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ব্যবসায়ীরা ‘জানেন ও বোঝেন’ যে সরকারের স্থিতিশীলতা থাকলে দেশের উন্নতি হবে। তাই তারা এমন কথা বলেছেন।

রোববার (১৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আগের দিন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক সম্মেলনে দ্বাদশ নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানানো হয়।

এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতিতে বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে দেশকে এগিয়ে নিয়ে আসছেন ও আমাদের (ব্যবসায়ীদের) যে অবস্থান সৃষ্টি হয়েছে, সেটিকে ধরে রাখার জন্য আপনাকে প্রয়োজন। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো আপনার (প্রধানমন্ত্রীর) মাধ্যমে আমরা সমাধান করতে চাই। এ জন্য সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছেন। তারা সবাই আগামীতে আপনার নেতৃত্বে বিদ্যমান সমস্যাগুলোকে সমাধান করতে চাই।

ব্যবসায়ীদের ওই বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা দেশে শান্তি, স্থিতিশীলতা চাইবে সেটিই স্বাভাবিক। তাদের বক্তব্যে সেটি উঠে এসেছে।