প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর ফসলী জমির মাটি জোর করে উত্তোলন করে বিক্রির অভিযোগ ওঠেছে। এসময় বাধা দিতে গেলে ওই ব্যবসায়ী ও তার পরিবারকে প্রাননাশের হুমকিও প্রদান করে স্থানীয় সন্ত্রাসীরা। এঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রুবি আক্তার বাদি হয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার দুপুরে ভুক্তভোগীর স্ত্রী রুবি আক্তার বিষয়টি নিশ্চিত করেন। লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের অলি ব্রীক ফিল্ডের পাশে ভুক্তভোগীর নিজস্ব আবাদি জমিতে এঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- পূর্ব দিঘলী গ্রামের নেছার ব্যাপারীর ছেলে ইউসুফ, দক্ষিণ রমাপুর গ্রামের শাহজাহানের ছেলে রহিম ও করিম। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।
ভুক্তভোগী আলাউদ্দিন, তাঁর স্ত্রী রুবি ও স্থানীয়রা জানান, অভিযুক্তরা দলবদ্ধ হয়ে আলা উদ্দিনের ক্রয়কৃত ও দখলীয় ফসলের জমি থেকে অন্যায়ভাবে জোরপূর্বক মাটি কেটে অলি ব্রীকস্ এ বিক্রি শুরু করে। এতে বাধা দিতে গেলে তারা আলা উদ্দিন ও তার পরিবারকে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয়। এসময় অভিযুক্তরা ভেকো মেশিন দিয়ে রাতে মাটি কেটে ফসলী জমি নষ্ট করে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ভেকো মেশিনটি অলি ব্রীকস এ রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
অলি ব্রীকস্ এর ম্যানেজার বাবর বলেন, তারা টাকা দিয়ে মাটি কিনেন। কে কোন জায়গা থেকে মাটি বিক্রি করলো তা দেখার সুযোগ আমাদের নেই। তবে অভিযোগ পাওয়ায় তারা আর বিরোধীয় কোন জমির মাটি কিনবেন না বলেও জানায়।
এবিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ গুরুত্বের সাথে দেখার জন্য ও মাটি কাটা বন্ধের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে উদ্যোগ নেয়ার জন্য বলা হয়েছে।