ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত

জীবন বীমা করপোরেশনের ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা সম্মেলন গতকাল ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু হেনা মো. মোস্তফা কামালের সভাপতিত্বে করপোরেশনের প্রধান কার্যালয়ের জীবন বীমা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন করপোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খান। এ ছাড়া করপোরেশনের সব জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, চৌদ্দটি নির্বাচিত সেলস অফিসের ইনচার্জ এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতদ্ব্যতীত জীবন বীমা করপোরেশনের অন্যান্য সেলস ও করপোরেট ইনচার্জরা সভায় ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন জেনারেল ম্যানেজার আন্দ্রিয় দ্রং। শুভেচ্ছা বক্তব্য দেন আবু হেনা মো. মোস্তফা কামাল এবং উদ্বোধনী বক্তব্য দেন মো. মাকসুদুল হাসান খান। বিজ্ঞপ্তি