‘ব্যবস্থাপনাগত ত্রুটিতে ঈদযাত্রায় যানজট’

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদের পথে সড়কের কারণে কোনো যানজট হয়নি। যাত্রীদের দুর্ভোগ যা হয়েছে, তার কারণ মূলত ব্যবস্থাপনার ত্রুটি।

ঈদের ছুটি শেষে গতকাল মঙ্গলবার অফিস খোলার প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এবারের কোরবানির ঈদের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। সেদিনই বিকাল থেকে ঘরমুখো মানুষের ঢল নামে বিভিন্ন মহাসড়কে। বিশেষ করে টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন গন্তব্যে যেতে যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছাড়াও যানবাহন না পাওয়ার ভোগান্তিও ছিল। কেউ কেউ গরুর ট্রাকের ফিরতি যাত্রায় বাড়ি গেছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এ বছর ঈদে মানুষ ভালোভাবে গ্রামে গিয়ে ঈদ উদ্যাপন করেছেন। পদ্মা সেতুর কারণে এই যাতায়াত আরও সুন্দর হয়েছে। যতটুকু যানজট হয়েছে সড়কের জন্য নয়, ব্যবস্থাপনার ত্রুটির কারণে হয়েছে।’

ব্যবস্থাপনায় কী ত্রুটি ছিলÑসেই প্রশ্নে মন্ত্রী বলেন, ব্যবস্থাপনার ত্রুটি না থাকলে তো জট হতো না, যেহেতু হয়েছে, সুতরাংƒ সড়ক তো ঠিক আছে, তাহলে হলো কেন? এখানে হাইওয়ে পুলিশ আছে, যদিও তাদের জনবল খুবই কম। জেলা পুলিশ আছে, জেলা প্রশাসক…।

সড়কে যানজটের জন্য ওবায়দুল কাদের পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজেএমইএ এবং পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিকেএমইএ’কেও কিছুটা ‘দায়ী’ করেন। তিনি বলেন, ‘তাদের (বিজেএমইএ এবং বিকেএমইএ) অনুরোধ করা হয়েছে পর্যায়ক্রমে পোশাক কারখানার শ্রমিকদের ছুটি

 দিতে। কিন্তু দেখা গেল শুক্রবার ও শনিবার তারা শ্রমিকদের ছুটি দিয়েছে। এ কারণেও চন্দ্রার দিকে যানজট হয়েছে।’

যানজটের আরও কিছু কারণ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এই ঈদযাত্রায় কয়েক দিনে বঙ্গবন্ধু সেতুর ওপর বিভিন্ন ধরনের গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনার কারণে ৪৩ বার যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। পদ্মা সেতুর ওপরে কোনো দুর্ঘটনা ঘটলেও সেখানে গাড়ি চলাচল অব্যাহত রাখার ব্যবস্থা রাখা হয়েছে, যেটি বঙ্গবন্ধু সেতুতে নেই।

‘বঙ্গবন্ধু সেতুর ওপর কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে পাশে সরিয়ে যান চলাচল অব্যাহত রাখা যায় না। গাড়ি পুরো সরিয়েইƒ। এটা একটা কারণ।’ ঢাকা-চট্টগ্রাম সড়ক চার লেন হওয়ার পরও যানজট থাকে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যানজট এড়াতে এই সড়ক ছয় লেন করা হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সরকারের।’