Print Date & Time : 5 July 2025 Saturday 10:52 pm

ব্যবহার বাড়াতে হবে বাঁশের আসবাবপত্রের : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশবান্ধব বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে।

এ বিষয়ে তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা একথা বলেন। এ সময় পরিবেশ উপদেষ্টা তাদের পরিবেশ রক্ষায় নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে কাঠের ওপর চাপ দিন দিন বেড়েই যাচ্ছে। এই চাপ কমাতে আসবাবপত্র তৈরিতে কাঠের বিকল্প হিসেবে বাঁশ ব্যবহারে উদ্যোগী হতে হবে। বাঁশ সহজলভ্য, দ্রুত বেড়ে ওঠে ও পরিবেশবান্ধব। তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যানকে বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্রের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একইসঙ্গে বাঁশ গবেষণা কেন্দ্রে বাঁশ প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নয়ন ও আধুনিক পণ্য উদ্ভাবনের ওপর জোর দেন উপদেষ্টা।
রিজওয়ানা হাসান আরও বলেন, আধুনিক, টেকসই ও রুচিশীল বাঁশের আসবাবপত্র তৈরি করে, অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণসহ আন্তর্জাতিক বাজারে এগুলো রপ্তানির সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব।

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর প্রধানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।