Print Date & Time : 30 August 2025 Saturday 7:44 am

ব্যয় সংকোচনে রূপালী ব্যাংকের উদ্যোগ

বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যয় সংকোচনে রূপালী ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার  যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সব সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়াল মাধ্যমে করাসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়। এতে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, কাজী আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি