শেয়ার বিজ ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাস গতকাল যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে। এদিন সকালে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির পিতা, তাঁর পরিবারবর্গ ও ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রদূত। দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী অনলাইনে কর্মসূচিতে যুক্ত হন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
থাইল্যান্ডে বিশেষত ব্যাংককে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের নির্দেশনা ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা বিধিবিধানের আলোকে জুম প্ল্যাটফর্মে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা। এরপর জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।