ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০২০-২১ অর্থবছরে ব্যাংকবহির্ভূত খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মাননা অর্জন করেছে। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন গত বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী, মহাব্যবস্থাপক নাসমিন আনোয়ারসহ অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 30 July 2025 Wednesday 8:29 am
ব্যাংকবহির্ভূত খাতে শীর্ষ করদাতা আইসিবি
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: