Print Date & Time : 26 August 2025 Tuesday 8:34 pm

‘ব্যাংক অব দ্য ইয়ার ২০১৬’ অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

 

দি ব্যাংকার ও ফাইন্যানসিয়াল টাইমস গ্রুপের ‘ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০১৬’ পেলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান সম্প্রতি হিল্টন লন্ডন ব্যাংকসাইডে আয়োজিত অনুষ্ঠানে দি ব্যাংকার ম্যাগাজিনের সম্পাদক ব্রায়ান ক্যাপলেনের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্বের ১২০টি ব্যাংকের ৪০০ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।