সম্প্রতি দু’দিনব্যাপী ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২০ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী। ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এমএ বাকী খলীলী, পরিচালক এনাম চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় ও শাখাপ্রধানসহ প্রায় এক হাজার লোক সভায় অংশগ্রহণ করেন। সভায় ব্যবসায়িক পর্যালোচনা এবং ভবিষ্যৎ ব্যবসায় চ্যালেঞ্জ, সুযোগ ও কর্মকৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। বিজ্ঞপ্তি
