Print Date & Time : 6 August 2025 Wednesday 3:59 am

ব্যাংক এশিয়ার উদ্যোগে সীতাকুন্ডে কম্বল বিতরণ


সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ব্যাংক এশিয়া। এর ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের সীতাকুন্ডে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সিতাকুন্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী। ব্যাংকের পরিচালক আশরাফুল হক চৌধুরী ও রোমানা রউফ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সীতাকুন্ড পৌরসভা মেয়র বদিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি