ব্যাংক এশিয়ার নেতৃত্বে রংপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং ব্যাংক এশিয়ার নেতৃত্বে রংপুরে অনুষ্ঠিত হলো স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩। ১৮ মার্চ ২০২৩ তারিখে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রংপুর। করফারেন্সে বিশেষ অতিথি ছিলেন জনাব মুহাম্মদ জামাল উদ্দিন, পরিচালক (প্রশাসন), বাংলাদেশ ব্যাংক, রংপুর, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ঢাকা, জনাব মোঃ এনায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার, রংপুর। এতে সভাপতিত্ব করেন জনাব কাজী মোরতুজা আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ব্যাংক এশিয়া লিমিটেড। কনফারেন্স শুরুর পূর্বে বর্ণাঢ্য এক র‌্যালীতে রংপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কনফারেন্সে সহযোগি হিসেবে রংপুর জেলায় কার্যক্রম পরিচালনাকারী ৪৪ টি ব্যাংক অংশগ্রহণ করে।
সম্মেলনের মূল উদ্দেশ্য স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে অবগত করা, সঞ্চয়ের মানসিকতা তৈরি করা এবং সঞ্চয়ের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে উঠতে সাহায্য করা। বিজ্ঞপ্তি