ব্যাংক এশিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আবদুর রউফ চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ব্যাংক এশিয়া। ২০ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরী কমিটির সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

ব্যাংক এশিয়ার উদ্যোক্তা ও প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা, পরিচালক আশরাফুল হক চৌধুরী, এম এ বাকী খলিলি, মোঃ আবুল কাসেম ও হেলাল আহমেদ চৌধুরী, প্রাক্তন পরিচালক মশিউর রহমান এবং মোহাম্মদ লকিউত উল্লাহ, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আনিসুল হক ও মোঃ মেহমুদ হোসেন দোয়া মাহফিলে যোগদান করেন। বিজ্ঞপ্তি