ব্যাংক এশিয়ার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান সিন্হা, পরিচালক এনাম চৌধুরী, প্রাক্তন পরিচালক মশিউর রহমান, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আনিসুল হক, ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মোহাম্মদ মতিউর রহমান, আশরাফুল হক চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী ও নাফিস খন্দকার। বিজ্ঞপ্তি
