ব্যাংক এশিয়া লিমিটেডের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ ২৭ নভেম্বর ২০২২ রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান জনাব রোমো রউফ চৌধুরী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রুমি এ. হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান জনাব দিলওয়ার এইচ চৌধুরী, ব্যাংকের পরিচালক বৃন্দ জনাব রোমানা রউফ চৌধুরী, জনাব এনাম চৌধুরী, জনাব তানিয়া নুসরাত জামান, জনাব আশরাফুল হক চৌধুরী, জনাব আবুল কাসেম এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশজুড়ে শাখাসমূহেও উদযাপিত হয়। ১৯৯৯ সালের ২৭ নভেম্বর দেশের কিছু সফল ও স্বনামধন্য উদ্যোক্তার স্বপ্ন বাস্তবায়নে, উচ্চমানের গ্রাহকসেবা নিশ্চিতকরণ ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে ব্যাংক এশিয়া যাত্রা শুরু করে।

Print Date & Time : 30 August 2025 Saturday 2:29 pm
ব্যাংক এশিয়ার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: