Print Date & Time : 29 August 2025 Friday 1:37 pm

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

এজেন্ট ব্যাংকিং সেবার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ব্যাংক এশিয়া। সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনের করপোরেট অফিসে (র‌্যাংগস টাওয়ার) ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। এজেন্ট ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে ব্যাংক এশিয়া ২০১৪ সালে দেশে এ সেবার কার্যক্রম শুরু করে। ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৬৪ লাখ গ্রাহককে আর্থিক সেবার আওতায় এনেছে; যার ৯২ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠী এবং ৬৩ শতাংশ নারী। বিজ্ঞপ্তি