ব্যাংক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী জ্ঞান থাকা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ব্যাংক খাত বর্তমানে বিশ্বব্যাপী নিত্যনতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে আরও চ্যালেঞ্জ আসবে। ব্যাংক খাতের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী জ্ঞানের বিকল্প নেই, এ জ্ঞান থাকা প্রয়োজন। সময়ের সঙ্গে জ্ঞানের উন্নয়ন না হলে বৈশ্বিকভাবে আমরা ব্যাংকিংয়ে পিছিয়ে পড়ব।

গতকাল মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে গভর্নর এ কথা বলেন। সার্টিফিকেশন কোর্সে উত্তীর্ণ ব্যাংকারদের জন্য দ্বিতীয়বারের মতো ‘সনদপত্র সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করে বিআিইবিএম।

বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেরিমোনিয়াল স্পিকার ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস. এ. খান। বক্তব্য দেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর ড. বরকত-এ-খোদা, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী।

ফজলে কবির বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে ব্যাংক খাতে চাকরি শুরু করছেন অনেকেই। তাদের কাছে এটি নতুন জগৎ। তাদের সামনেও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। শুধু ব্যাংকিং আইন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা দিয়ে তাই ব্যাংক খাত সুচারুরূপে পরিচালিত করা কঠিন কাজ। হয়ত তা যথেষ্ট নয়। এজন্য কাঠামোগত পদ্ধতি বা প্রচলিত নিয়মের বাইরেও চিন্তা করার সামর্থ্য থাকতে হবে। বিআইবিএমের এ ধরনের প্রশিক্ষণ আপনাদের সেই মেধার স্বাক্ষর রাখতে সহায়তা করবে। আগামী দিনের ব্যাংকিং নেতৃত্বে আপনাদের হাতেই যাবে। সেই প্রস্তুতি এখন থেকেই আপনাদের নিতে হবে।

তিনি আরও বলেন, সার্টিফিকেশন কোর্স ব্যাংক খাতে দক্ষ মানব সম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ব্যাংক খাত জ্ঞানভিত্তিক ও গতিশীল একটি খাত। এ কারণে ব্যাংক খাতের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরি অত্যাবশ্যক হয়ে পড়েছে। বিআইবিএম বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে। সার্টিফিকেশন কোর্সের মাধ্যমে এ কাজটি আরও সহজ হবে।

আনিস. এ. খান বলেন, ব্যাংক খাতে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। সার্টিফিকেশন কোর্স সম্পন্নকারীরা জ্ঞানভিত্তিক ব্যাংক খাত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. মো. আখতারুজ্জামান বলেন, এ সার্টিফিকেশন কোর্স চালু করার প্রধান উদ্দেশ হলো বাংলাদেশের ব্যাংক খাতে কর্মরত ব্যাংকারদের বিশেষায়িত ব্যাংকিং সেবার মান ও দক্ষতা বৃদ্ধি। সর্বোপরি সাধারণ পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থা এবং এ সম্পর্কিত বৈশ্বিক ভাবনার সঙ্গে তাদের পরিচিত করা। বিআইবিএম অনলাইন এবং অন ক্যাম্পাস মডিউলের সমন্বয়ে সার্টিফিকেশন কোর্স চালু করেছে। সব কোর্সই আন্তর্জাতিক মানের। এর ফলে ব্যাংক কর্মকর্তাদের মধ্যমেয়াদি প্রশিক্ষণ গ্রহণের পথ সুগম হচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালে বিআইবিএম জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সঙ্গে যৌথভাবে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’ কোর্স চালু করে। পরবর্তীতে বিআইবিএম সার্টিফিকেশন কোর্সের পরিসর বৃদ্ধি করে ঋণ ব্যবস্থাপনা এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম); ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস)’; ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ই-ব্যাংকিং’ এবং ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন এন্টি মানিলন্ডারিং’ নামে চারটি সার্টিফিকেশন কোর্স চালু করেছে।

‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’; ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম)’ এবং ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস)’ এই তিনটি কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৭ প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে সনদপত্র গ্রহণ করেন। অনষ্ঠানে জানানো হয়, আরও চারটি কোর্স পর্যায়ক্রমে শেষ করা হবে।

সনদপত্র সম্মাননা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক শেয়ার বিজ, ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট ও অনলাইন নিউজ পোর্টাল অর্থ খবর।